Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪-২৭ নভেম্বর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ বিআরটির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২ ২৩:৫৬

ঢাকা: আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিমানবন্দর সড়ক এরিয়ে চলার অনুরোধ করেছে বিআরটি। এ সময়টাতে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথে চলতে বলা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্’র সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় বেশ কিছুদিন ধরে ওই সড়কের বেহাল দশা। ফলে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এলাকার মানুষকে অন্তহীন দুর্গতি পোহাতে হচ্ছে।

এই সড়কে যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর (রোববার) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় উন্নয়ন কাজ চলবে।

কাজ চলার সময় বাড়তি যানজটের আশঙ্কায় জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা দিয়েছে বিআরটি। ওই সময়ে জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বিআরটিএ বিমানবন্দর সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর