রসিক নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন পেলেন ডালিয়া
সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২ ১৫:৪৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৬:১৫
২৩ নভেম্বর ২০২২ ১৫:৪৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৬:১৫
রংপুর: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
সারাবাংলা/এনআর/ইআ