Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট সুপার মার্কেটে গুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২ ১৩:২৫

ছবি: বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে ১০ জনের অধিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকের ওয়ালমার্ট সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

এক টুইট বার্তায় দ্য সিটি অব চেসাপিক জানিয়েছে, ওয়ালমার্টে এক বন্দুকধারীর সঙ্গে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এতে ওই বন্দুকধারী ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তবে এক পুলিশ কর্মকর্তা জানান, এই হামলায় ১০ জনের অধিক নিহত হয়েছেন। এছাড়া একাধিক ব্যক্তি আহত হয়েছে। তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ‘দোকানের ভেতরে গুলি চালানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি একাই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।’

এ দুঃখজনক ঘটনায় ‘হতবাক’ ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বন্দুক হামলার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেছেন ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশে এই বন্দুক সহিংসতার মতো মহামারি বন্ধ করার সমাধান না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।’

এর আগে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি এলজিবিটি নাইটক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত ও ১৭ জন আহত হয়েছিলেন। ওই ঘটনার কয়েকদিন পরেই চেসাপিকের ওয়ালমার্ট সুপার মার্কেটে এই বন্দুক হামলার ঘটনা ঘটলো।

সারাবাংলা/এনএস

মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর