সহকর্মীর টর্চ লাইটের আঘাতে নৈশ প্রহরী নিহত
২৩ নভেম্বর ২০২২ ১৩:১০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৩:১৪
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে তার সহকর্মী মো. হোসেন আলী (৬০) নিহত হয়েছেন।
বুধবার (২৩ নভেম্বর) ভোরে আড়াইহাজারের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন আড়াইহাজারের আগুয়ানন্দী এলাকার মৃত মোহাম্মদ হাসিবের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ডিউটি চলাকালীন নিহত হোসেনের সঙ্গে অন্য নৈশ প্রহরী আগুয়ানন্দী এলাকার মো. আলী হোসেনের (৫৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আলী হোসেনের টর্চ লাইটের আঘাতে মো. হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সারাবাংলা/ইআ