Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ১৩:৪১

গাজীপুর: মহানগরীর চান্দনা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল রংপুরের মিঠাপুকুর থানার বজরুক নুরপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি বম্বে সুইটস কোম্পানিতে এস আর পদে কর্মরত ছিলেন।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মালেক খুসরু জানান, জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি চৌরাস্তায় এসে পৌঁছালে বাইসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই রবিউল নামের ওই ব্যক্তি নিহত হন। লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর