Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ১০:৫৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১১:০৫

ঢাকা: চীনের হেনান প্রদেশে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ জন।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির আয়াং শহরের ‘হাই-টেক জোন’ নামে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে।

কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০০ সদস্য কাজ করে। অগ্নিকাণ্ডের ৪ ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও রাত ১১টার দিকে পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয় তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলেন। সে সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংসও হয়।

এ ছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

সারাবাংলা/ইআ

কারখানায় আগুন চীনে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর