Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দুর্ভোগ বাড়াবে: বজলুর রশীদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৭:৪৯

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেছেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা জনদুর্ভোগ আরও বাড়াবে। এটা ভোক্তা পর্যায়েও বাড়বে।

সোমবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎখাতের বড় ভর্তুকি দেওয়া হচ্ছে বেসরকারি কিছু বিদ্যুৎকেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ বাবদ। যে কেন্দ্রগুলোর দরকারই ছিল না এবং যেগুলোর সময় বাড়ানোরও দরকার ছিল না। রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কোনো উৎপাদন না করলেও বসিয়ে রেখে ১১ বছরে তাদের প্রায় ৬০ হাজার কোটি টাকা দিতে হয়েছে।’

বর্তমানে বিদ্যুৎ কোম্পানিগুলো মুনাফা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ পাচ্ছি না, অথচ তাদের মুনাফা হচ্ছে। কারণ দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে তাদের টাকা দেওয়া হচ্ছে। সরকারের কাজই হলো জনগণকে বিদ্যুৎ না দিয়ে একটি গোষ্ঠীকে মুনাফা লুটতে দেয়া। ফলে ভুক্তভোগী শেষ পর্যন্ত জনগণই।’

কমরেড ফিরোজ বলেন, ‘এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা, তার উপর বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বড়াবে।’ তিনি অবিলম্বে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

পাইকারি পর্যায় বজলুর রশীদ বিদ্যুতের দাম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর