Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র উদ্দেশ্যই দেশে অরাজকতা সৃষ্টি করা: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৪:৫২

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বৈশ্বিক সংকট মোকাবিলা করার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে তখন বিএনপি দণ্ডিত খালেদা জিয়াকে মুক্তি এবং পলাতক তারেক রহমানকে দেশে ফেরাতে পানি ঘোলা করার চেষ্টা করছে। এই দলটির দেশের প্রতি কোনো মমত্ববোধ, দায়িত্ববোধ নেই। তাদের উদ্দেশ্যই দেশে অরাজকতা সৃষ্টি করা।’

সোমবার (২১ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত ‘মঞ্চ ও সাজসজ্জা’ দেখতে মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন কমিটির আহ্বায়ক নানক।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা নানক বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বৈশ্বিক সংকট মোকাবিলা, অর্থনীতিক অবস্থা অক্ষুন্ন রাখার জন্য চেষ্টা করছেন। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপির দেশের মানুষের প্রতি যদি কর্তব্যবোধ থাকে, মমত্ববোধ থাকে, তাহলে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল। পক্ষান্তরে দেখা যাচ্ছে তারা অনেক পরিকল্পনা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য।’

তিনি আরও বলেন, ‘আগামী মাস বিজয়ের মাস। বিজয়ের মাসকে সামনে রেখে বাঙালি বিজয় দিবস অত্যন্ত উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে। কিন্তু বিএনপির উদ্দেশ্যটা কী? তাদের উদ্দেশ্যটা হলো দেশে অরাজকতা সৃষ্টি করা। দেশে গোলযোগ সৃষ্টি করা। দেশের মানুষ কেমন আছে, কেমন থাকবে, কেমন রাখার দরকার, সেই বিষয় তাদের মাথায় কোনো দিন ছিল না।’

ডিসেম্বরে বিএনপি’র সমাবেশের বিষয়ে ইঙ্গিত করে নানক বলেন, ‘তারা (বিএনপি) ১০ লক্ষ লোক জমায়েত করবে এই কথাটি চিৎকার করে বলেছে। তাদের অবশ্যই দশ লক্ষ লোক জমায়েত হতে পারে এমনতর জায়গায় যেতে হবে। তাছাড়া এই ঢাকাবাসীকে যদি অশান্ত করেন, বিশৃঙ্খলা করেন, অরাজকতা সৃষ্টি করেন তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায় যে, ২০১৪ সালে এই বিএনপি-জামায়াত এদেশে অরাজকতা সৃষ্টি করেছে। বাস পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলেছে। রেললাইন উপড়ে ফেলেছে, রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে। কাজেই সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না। আমরা বিষধর সাপকে নিয়ে আমরা অত্যন্ত সর্তক। দেশবাসীও সর্তক।’

বিজ্ঞাপন

জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক নানক বলেন, ‘সম্মেলন নিয়ে আনন্দ উৎসবের কোনো ঘাটতি নাই। আমাদের নেত্রী কঠোরভাবে বলেছেন, বৈশ্বিক এই সংকটের মধ্যে সমস্ত সম্মেলনগুলো অত্যন্ত সীমিত পরিসরে এবং স্বল্প খরচের মধ্য দিয়ে করতে হবে। আমরা সেই নির্দেশনা অনুসরণ করে সব সম্মেলন সম্পূর্ণ করার জন্য দৃঢ় ও সংকল্পবদ্ধ।’

এসময় দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলনের সব কার্যক্রম চলছে। সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।’

পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এদেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছে বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতা করে দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বিএনপি জঙ্গিবাদ সৃষ্টি করে একুশে গ্রেনেড হামলা চালিয়ে আমাদের দলীয় সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই দেশের জঙ্গিবাদ নির্মূল করেছে।’

এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ বিভিন্ন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

অরাজকতা সৃষ্টি আওয়ামী লীগ নানক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর