Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাতক জঙ্গিরা নজরদারিতে, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৩:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৫:২৬

ঢাকা: ঢাকার আদালতপাড়া থেকে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রেক্ষিতে প্রশাসনিক কারণে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমান, এসআই (নি.) মো. নাহিদুর রহমান ভুঁইয়া, এটিএসআই মো. মহি উদ্দিন পাল, কনস্টবল মো. শরিফ হাসান ও কনস্টবল মো. আ. ছাত্তার।

বিজ্ঞাপন

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ পলাতক জঙ্গিদের বিষয়ে এ সব তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, ‘বরখাস্তের পাশাপাশি একটি তদন্ত কমিটিও করা হয়েছে। খুব শিগগিরই প্রতিবেদন জমা হবে। তদন্ত কমিটি পরবর্তী করণীয় ঠিক করতেও কাজ করছেন।’

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘আমরা সব সময়ই নিরাপত্তা কাজে নিয়োজিত থাকি। এরপরও এমন একটি ঘটনা ঘটেছে। ঘটনার পর সিটিটিসি, ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে পলাতক দুই জঙ্গিকে আসামি করে একটি মামলাও হয়েছে। ঢাকাসহ সব জায়গায় চেকপোস্ট বসানোসহ অভিযান অব্যাহত রয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে এরইমধ্যে নজরদারিতে আনা হয়েছে। আশা করছি, যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘এ ঘটনার সামনে পেছনে যারাই থাকুক না কেন, মাস্টার-মহাশয় হোক আর পরিকল্পনাকারী হোক সবাইকেই আইনের আওতায় আনা হবে।’

আদালত পাড়ায় আইনজীবীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে কিনা জানতে চাইলে হারুন বলেন, ‘এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নজরদারেরা জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সকলকে সতর্ক রাখা হয়েছে। কাজেই উদ্বিগ্নের কোনো কারণ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

দীপন হত্যা মামলা দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর