Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৩:১০ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৪:০৬

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) রাত ৯টায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সফিউদ্দিন রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম সাইফুল ইসলাম (৪৮)। তিনি গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে সাইফুল ইসলামের ওপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যায়, স্থানীয় দুই জন যুবক মোটরসাইকেলে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন। ঘটনার পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসনের কর্মকর্তারা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

নিহত যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর