Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ জঙ্গি ছিনতাই: ১০ জঙ্গি ১০ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ০০:০৬

ঢাকা: ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার মামলায় আনসার আল ইসলামের ১০ জঙ্গিও ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাঈদ চৌধুরী সংশ্লিষ্ট থানায় করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে রাত ১০ টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই রিমান্ডের আদেশ দেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, এদিন দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

সারাবাংলা/এআই/পিটিএম

জঙ্গি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর