Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১১ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২২ ২৩:৪৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ২৩:৫১

প্রতীকী ছবি

ঢাকা: চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা ১০৫ কোটি ৯৯ লাখ (১ দশমিক ০৫ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ধ‌রে) এর পরিমাণ প্রায় ১১ হাজার ৪৪৬ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নভেম্বরের প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।

চলতি মাসের প্রথম ১৮ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২৭ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর পরের অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স আসার পরিমাণ ৭ কোটি ৩৬ লাখ ডলার। এছাড়া ডাচ্–বাংলা ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৪২ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে ১৮ দিনে।

আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর