নড়াইলে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন মাশরাফি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২২ ১৪:৩৯
২০ নভেম্বর ২০২২ ১৪:৩৯
নড়াইল: সদর উপজেলায় শুরু হয়েছে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। রোববার (২০ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
উপজেলা পরিষদ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে ১৮টি স্টল খোলা হয়েছে।
এর আগে, মেলা উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর ঘোরে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও