‘এখন আর হাওয়া ভবন নেই, দেশ শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি’
২০ নভেম্বর ২০২২ ১৩:১০ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৬:০৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের যারা শিল্পপতি আছেন, নিজের ইন্ডাস্ট্রি চালিয়ে অন্তত দেশের মানুষের চাহিদা পূরণ করবার প্রচেষ্টা আপনারা নেবেন। কারণ আপনাদের জন্য অনেক সুযোগ-সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। এখন আর হাওয়া ভবন নেই যে, আপনাদের কোনো কাজ পেতে হলে হাওয়া ভবনের পাওনা গোছাতে হবে। আমরা একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যে দেশকে নিয়ে এসেছি।’
রোববার (২০ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সমৃদ্ধ শিল্প উন্নত বাংলাদেশ গড়তে স্পেশাল ইকোনমিক জোন’সহ ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশের অবকাঠামগত উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিল্পায়নের জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের নিজস্ব কিছু গ্যাস আছে, সেই গ্যাস আমরা উত্তোলন করছি। সিসমেসিক সার্ভে করে খুঁজে খুঁজে বের করছি। কিন্তু এটাই আমাদের যথেষ্ট না। তার জন্য বাইরে থেকে গ্যাস আমরা কিনে দিচ্ছি। এভাবে আমরা চেষ্টা করছি। যদিও এই কোভিড-১৯ এর অর্থনৈতিক ধাক্কাটা, যেটা সারা বিশ্বব্যাপী লেগেছে। তার থেকে আমরাও ব্যতিক্রম না। তারপরও আমাদের অর্থনৈতিক গতিশীলতা যাতে অব্যাহত থাকে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। এর উপর আসলো মরার উপর খাঁড়ার ঘা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন; ফলে আমাদের ক্রয় করার সুযোগটা অনেক কমে গেছে। অনেক দেশ আজ অর্থনৈতিক মন্দার ঘোষণা দিয়েছে। ইকোনোমিক রিসেশনে ভুগছে। বাংলাদেশে এখনও আমরা বলতে পারি, আমরা অতো খারাপ অবস্থায় নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সেই ব্যবসার ক্ষেত্রটা প্রস্তুত করে করা, সুযোগ সুবিধাটা সৃষ্টি করা, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। কাজেই প্রত্যেকে আপনারা দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। যত বেশি মানুষের কল্যাণে কাজ করবেন আমরা সরকারের পক্ষ থেকে তত সহযোগিতা করবো। কিন্তু এমন কিছু করবেন না যেখানে মানুষ কষ্ট পায় বা মানুষের দুর্ভোগ পোহাতে হয়।’
সারা বিশ্বব্যাপী এখন খাদ্যের অভাব। এজন্য আমরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি বলেও জানান সরকারপ্রধান শেখ হাসিনা।
বাংলাদেশে ইতোমধ্যে ৯৭ টি ইকোনমিক জোন করার জন্য জমি নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য আসবে। আমরা এক একটা দেশকে এক একটা জমি দিয়ে দিচ্ছি। এতে আমাদের দেশের চাহিদা মিটবে এবং তারা বিদেশে রফতানি করতে পারবে।’
একযোগে মোট ৮টি ভেন্যু থেকে প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়। ভেন্যুগুলো হলো- গণভবন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (মিরসরাই, চট্টগ্রাম), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল (মৌলভীবাজার), কর্ণফুলী ড্রাইডক এসইজেড (চট্টগ্রাম), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল (সোনারগাঁও), জামালপুর অর্থনতিক অঞ্চল (জামালপুর সদর), সাবরাং ট্যুরিজম পার্ক ( সাবরাং, কক্সবাজার) ও হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল (গজারিয়া)।
বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।
সারাবাংলা/এনআর/এমও