Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে এতিমদের উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২২ ১২:৫৪

ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিল ও উপহার সমাগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে, সকাল ৮টা থেকে কোরআন খতম কর্মসূচি পালন করে ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সারা দেশে অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানের পর এতিম হাফেজ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবের দলের কেন্দ্রীয় নেতারা।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

উপহার সামগ্রী বিতরণ দোয়া মাহফিল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর