‘সরকার ফের মামলা মামলা খেলা শুরু করেছে’
১৯ নভেম্বর ২০২২ ২২:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১০:৪৭
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে সরকার ফের মামলা মামলা খেলা শুরু করেছে। হঠাৎ করেই মামলা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে অনেককেই কারাগারে বন্দি করে রাখছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে বিএনপি’র বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের খেটে খাওয়া মানুষ এখন আর শান্তিতে নেই। নতুন করে তেলসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষ খুব কষ্টে আছে। এই শেখ হাসিনার সরকার দেশে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি করেছে। গত ১৪ বছর ধরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে শেখ হাসিনার সরকার দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘এই সরকারের বিচার হবে জনতার আদালতে। মানুষের অধিকার হরণ করার জন্য বিচার হবে। এদের ছাড়া হবে না।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইলিয়াস আমাদের মাঝে নেই। তিনি বেঁচে আছেন কি না আমরা জানি না। কিন্তু ইলিয়াস আলীর স্ত্রী দমে থাকেননি। তিনি নেতাকর্মীদের নিয়ে লড়াইয়ে আছেন।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ইলিয়াস আলীর মতো আজ গণতন্ত্র গুম হয়ে গেছে। আমরা গণতন্ত্রের সঙ্গে এম ইলিয়াস আলীকে খুঁজছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- আমরা সেই আন্দোলনই করছি। আজ আমাদের ভারপ্রাপ্ত অন্য দেশে আছেন। তিনি কি সাধ করে আছেন? তিনি জীবনের ঝুঁকির কারণে দেশে আসছেন না।’
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর যাক তারপর খেলায় নামব আমরা। এই সরকার জনগণের নয়। এ কারণে সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। সাহস থাকলে পদত্যাগ করে নির্বাচন দিন। দেখবেন কী হয়।’
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ।
সারাবাংলা/পিটিএম