পুলিশ ফাঁড়িতে হামলা করে ২ ইয়াবা বিক্রেতাকে ছিনতাই
১৯ নভেম্বর ২০২২ ২২:১০ | আপডেট: ২০ নভেম্বর ২০২২ ০১:৩৫
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে পুলিশের কাছ থেকে দুই ইয়াবা বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছে তৃতীয় লিঙ্গের কয়েকজন ও তাদের সহযোগীরা। এ সময় পুলিশ ফাঁড়িতে হামলা ও সড়ক অবরোধ করা হয়। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান সারাবাংলাকে জানান, হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক বিক্রেতাকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং মাদক বিক্রেতাদের সহযোগীরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। তারা হানিফ ও দেলোয়ারকে ছিনিয়ে নিয়ে যায়।
একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। চান্দগাঁও পুলিশ ফাঁড়িতে হামলা শুরু করে। তখন পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ছিনিয়ে নেওয়া মাদক বিক্রেতা এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান উপপুলিশ কমিশনার মোখলেছুর রহমান।
সারাবাংলা/আরডি/একে