Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি আপনার পাশে দাঁড়াবো— শেখ হাসিনার উদ্দেশে ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ১৬:১১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ২০:৩৫

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে যদি আপনি ক্ষমতায় আসতে না পারেন, তা হলে ভয়ের কিছু নেই। কেউ কিছু আপনাকে বলবে না। আমি আপনার পাশে দাঁড়াবো।’

শনিবার (১৯ নভেম্বর) প্রেসক্লাবে ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গণফোরাম এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ আরও বলেন, ‘এখনও সময় আছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সংলাপ ডাকুন। গোঁয়ার্তুমি করে বিপদ ডেকে আনবেন না। এতে দেশ ও জাতি ও আপনার ক্ষতি হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার দেশ ও জাতিকে সঠিক পথে নিয়ে যাবে। দেশে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারবে।

ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে: ড. কামাল

 

মোনাম খানের প্রেতাত্মা দেশে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা নেই। সব জায়গায় ফ্যাসিস্ট কায়দায় হামলা হচ্ছে।’

এসময় ওয়াসার এমডি তাসকিনের প্রসঙ্গ টেনে বলেন, ‘সজীব ওয়াজেদ জয় যদি আমেরিকায় বসে বেতন-ভাতা পেতে পারেন, তা হলে তাসকিন কেন পাবেন না?’

সভার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, সাংবাদিক আবু সাঈদ খান, গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, গণফোরাম নেতা মফিজুল ইসলাম খানসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

টপ নিউজ ডা. জাফরুল্লাহ চৌধুরী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর