Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলার থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ১৫:১৯

উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল, ছবি: সারাবাংলা

বরিশাল: চলন্ত ট্রলার থেকে সন্ধ্যা নদীতে পড়ে নাসির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পিরোজপুরের নেছারাবাদের প্লাস ঘাটে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে বরিশাল ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতা মাইনুল ইসলাম শুভকে সঙ্গে নিয়ে খেয়া পার হচ্ছিলেন নাসির। এ সময় মোবাইলফোনে কথা বলতে বলতে ট্রলারের পেছন থেকে নদীতে পড়ে যান তিনি।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। আশা করি, দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হব।

সারাবাংলা/এনএস

বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর