রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত এক
১৯ নভেম্বর ২০২২ ১২:২৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১২:২৪
নরসিংদী: রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আজগর আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের আরও ৪ জন। আহতরা হলেন- চাঁন মিয়া (৫৫), কেতা মিয়া (৫০), আব্দুল হামিদ (৬৫), শাহিন (৩০)।
শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর আলী গজারিয়াকান্দী গ্রামের মৃত আশরাফ উদ্দীনের ছেলে এবং খালেক গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের লোকজন সাবেক ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। ৫ মাস গ্রামের বাইরে থাকার পর সকালে খালেক গ্রুপ ফের গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেটাযুদ্ধ বাঁধে এবং টেটার আঘাতে খালেক গ্রুপের ১ জন নিহত হয় এবং টেঁটাবিদ্ধ হয় দুই গ্রুপের আরও ৪ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এমও