নাটোরে বাসচাপায় এক পরিবারের নিহত ৩
১৮ নভেম্বর ২০২২ ১৯:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ১৯:০৭
নাটোর: জেলার লালপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ডেভরপাড়া এলাকায় গোপালপুর থেকে লালপুরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বিরোপাড়া গ্রামের সোহাগ (৩৫) ও তার ৫ বছরের ছেলে ইভান এবং সোহাগের বাবা শহিদুল ইসলাম (৬০)।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ডেভরপাড়া এলাকায় গোপালপুর থেকে লালপুরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ ও ইভান মারা যান। আর আহত অবস্থায় সোহাগের বাবা শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, গোপালপুর থেকে লালপুরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে শিশুসহ দুইজন নিহত হয়। পরে হাসাপাতালে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সারাবাংলা/এনএস