Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দধারার ‘লন্ডন শিশু উৎসব’ ২০ নভেম্বর

সারাবাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২২ ২১:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আগামী ২০ নভেম্বর ‘লন্ডন শিশু উৎসবের’ আয়োজন করেছে সেখানে বসবাসরত বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের আয়োজন হবে লন্ডন শহরের রিচমিক্স মিলনায়তনে। রোববার (২০ নভেম্বর) দেশটির সময় বিকেল চারটায় উৎসবের উদ্বোধন হবে অংশগ্রহণকারী শিশুদের মাধ্যমে। এতে আনন্দধারা আর্টস ইউকে, উদীচী স্কুল অফ পারফরমিং আর্টস লন্ডন শাখা, বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকে, নৃত্য আলাপ এবং কালাকার আর্টস ইউকের শিশুদের বিভিন্ন পরিবেশনা থাকবে।

বিজ্ঞাপন

আনন্দধারা আর্টসের পরিচালক রবীন্দ্র সঙ্গীতশিল্পী ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অশান্ত, যুদ্ধবিধ্বস্ত, অতিমারীতে কাবু সময়ে আমদের স্বস্ত্বির জায়গা কমে আসছে। আনন্দের খোরাক ক্রমশঃ নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের ছাপ শিশুদের মধ্যেও পড়ছে। আমরা জানি শিশুরাই আমাদের বড় আনন্দের আধার এবং আমাদের আগামী পৃথিবীর মূল কান্ডারি। শিশুদের জগৎকে শিল্প সাহিত্য-সংস্কৃতির মধ্য দিয়ে বিকশিত করে আমরা তাদের জন্য কল্যাণকর আগামী নির্মাণ করতে চাই।’

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর