Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সক্ষমতা বেশি, বাংলাদেশ পারবে: জাপানের রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৭:৩৬

ঢাকা: চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এখন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তা বিশ্বের সব দেশের জন্যই চ্যালেঞ্জ। তবে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। আশা করি, অর্থনৈতিক চ্যালেঞ্জের এ অবস্থা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত এই আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দফতরে বিদায়ী সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

আগামী অর্থবছরে বাংলাদেশের জন্য বাজেট সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘২০২০ সালে করোনার সময়ে আমরা বাংলাদেশকে বাজেট সহায়তা দিয়েছিলাম। ২০২১ সালেও দিয়েছি। তবে আগামী অর্থবছরের বাজেট সহায়তার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। আশা করি একটি ভালো সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এর মধ্যে আমার সাক্ষাৎ হয়নি।’

অবশ্য গতকাল ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগের দিনে জাতীয় ভোট নিয়ে মন্তব্য করায় জাপানি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। যা যা বলার তা-ই বলা হয়েছে। এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত এমন উত্তর দেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘বাংলাদেশে তিন বছরে আমি অত্যন্ত দারুণ সময় কাটিয়েছি। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এর মধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ৫০ বছর পার করছে। জাপানের সঙ্গেও সম্পর্কেও ৫০ বছর চলছে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার একটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠেছে। বাংলাদেশেল অর্থনৈতিক ব্যবস্থাপনা অনেক ভালো। করোনার মতো মহামারি সুন্দরভাবে মোকাবিলা করেছে।’

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে ইতো নাওকি এখানে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ও আমার ব্যক্তিগত বন্ধু।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে। সফরের আনুষঙ্গিক কার্যক্রমের জন্য জাপানের রাষ্ট্রদূত দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ হলে জাপানের রাষ্ট্রদূত আবার ঢাকায় ফিরে আসবেন। এরপর দায়িত্ব শেষ করে তিনি একেবারে ফিরে যাবেন।’

সারাবাংলা/জেজে/একে

অর্থনৈতিক চ্যালেঞ্জ জাপানের রাষ্ট্রদূত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর