Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোরা ফাতেহির অনুষ্ঠান বানচালের হুমকিদাতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৭:৪০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৭:৪১

ঢাকা: ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের হুমকিদাতা মিরর গ্রুপের কর্ণধার শাহ জাহান ভূইয়া রাজুর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন শাহ জাহান ভূইয়া রাজুকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন চালাক প্রকৃতির ধুরন্দর লোক। সে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাংলাদেশে অনুষ্ঠান করে। আসামি নিজে বিদেশী শিল্পীকে বাংলাদেশে আনতে ব্যর্থ হয়ে বাদী ইসরাত জাহান মারিয়ার কাছ থেকে প্রতারণার মাধ্যমে চুক্তিপত্রে স্বাক্ষর করে নেয়।

জানা যায়, আসামি শাহ জাহান ভূইয়া রাজ ‘‘মিরর ম্যাগাজিন’’ বাংলাদেশ এর প্রকাশক ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন। বাদী ইসরাত জাহান মারিয়া “গ্লোবাল এ্যাচিভার্স অ্যাওয়ার্ড” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং ভারতীয় শিল্পী নোরা ফাতেহিকে আমন্ত্রন জানান। শাহা জাহান ভূইয়া পূর্বে নোরা ফাতেহিকে আমন্ত্রন জানিয়ে ব্যর্থ হওয়ায় তিনি এ অনুষ্ঠান পন্ড করার পায়তারা করেন।

এ ছাড়া অনুষ্ঠানটি বানচাল করার জন্য আসামি বাদীকে ভয়তীতি ও হুমকি দেখান।

সারাবাংলা/এআই/ইআ

অনুষ্ঠান বানচাল কারাগার নোরা ফাতেহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর