Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৭:৩০

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘শিক্ষার প্রসারে বর্তমান সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে। শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব; তা অনুধাবন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন। শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলেছিলেন গণমুখী শিক্ষাব্যবস্থা।’

বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের উন্নয়নের জনই মু‌ক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে প্রয়োজন শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী। এ লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দীন আহমেদ, উপজেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুর র‌হিম, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হা‌ফিজুর রহমান, মুড়াপাড়া সরকারি কলে‌জ ছাত্র সংসদের ভি‌পি সাইফুল ইসলাম তু‌হিনসহ অনেকে।

অপর‌দিকে, বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র প‌রিদর্শন করে‌ন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর