Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন হয়নি গোল্ডেন মনিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৫:০৯

ঢাকা: সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গোল্ডেন মনিরের পক্ষে অ্যাডভোকেট এম দবির উদ্দিন জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত আসামির জামিনের আবেদন নাকচ করেন।

দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

গত ৪ জানুয়ারী দুদকের উপ-পরিচালক মো. শফিউল্লাহ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় গোল্ডেন মনিরসহ ৯ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নির্দেশে মোহাম্মদ আলী জিন্নাহ ও রাজউক কর্মকর্তা মো. নাসিরসহ অন্যদের সহযোগিতায় রাজউক অফিস থেকে সরকারি নথিপত্র কৌশলে সরিয়ে নেন। তারা বিভিন্ন কর্মকর্তার সিল তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে বেআইনিভাবে ভুয়া নথি তৈরি ও লিজ দলিল সম্পাদন করে রাজউকের বাড্ডা প্রকল্পের প্লট আত্মসাতের চেষ্টা করেছেন। আসামি বিভিন্ন কর্মকর্তার সিল অবৈধভাবে তৈরি করে জাল-জালিয়াতির মাধ্যমে বেআইনিভাবে ভুয়া নথি তৈরি করে ও লিজ দলিল সম্পাদন করে রাজউকের বাড্ডা প্রকল্পের প্লট আত্মসাতের চেষ্টা করেন।

সারাবাংলা/এআই/ইআ

গোল্ডেন মনির

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর