সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ
১৭ নভেম্বর ২০২২ ১৫:০৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৮:০৩
কক্সবাজার: সমুদ্র সৈকতে ভেসে এসেছে ঝাঁকে ঝাঁকে মাছ। ছোট আকারের বিভিন্ন প্রজাতির এসব মাছ সবই মৃত। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত মৃত মাছে ছেঁয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে জোয়ারের তোড়ে এসব মরা মাছ কূলে ভেসে আসে। এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে।
স্থানীয়রা জানান, সকালে উপকূলের কাছেই দূ’টি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন। মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ কূলে ভেসে আসে।
এই মাছ নিয়ে নানা মন্তব্য করছে অনেকে। কেউ বলছেন, ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো ফেলে দেওয়ায় কূলে ভেসে এসেছে। আবার কেউ বলছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটা হতে পারে।
ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক আরিফুল ইসলাম বলেন, ‘এখনই এই বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। এটি নিয়ে গবেষণা হওয়া দরকার।’
তবে জেলা প্রশাসন বলছে, এটি ব্যতিক্রম ঘটনা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্যকোনো কারণে এই ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলেফিশ। এর আগে, সমুদ্র সৈকতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।
সারাবাংলা/এমও