ঢাবির ৫৩তম সমাবর্তনে অংশ নেবে ৩০ হাজার শিক্ষার্থী
১৭ নভেম্বর ২০২২ ১৪:৩৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৫:৪২
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবে সর্বমোট ৩০ হাজার ৩৪৮ জন গ্রাজুয়েট ও গবেষক। এবারের সমাবর্তনে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। আগামী শনিবার বেলা ১২ থেকে শুরু হবে ৫৩তম সমাবর্তনের মূল অনুষ্ঠান। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
এছাড়া অধিভুক্ত সাত কলেজের দুই ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের মাঠ থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হবেন।
এবারের সমাবর্তনে ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকের বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ এসব স্বর্ণপদক দেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য জানান, এবারের সমাবর্তনে ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে।
সারাবাংলা/আরআইআর/এমও