Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৪:২০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৪:২৮

ঢাকা: আরেক দফায় বাড়ল নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্রতি কেজি চিনির দাম ১২ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্বজিৎ সাহা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়েছে। আমাদের মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। নতুন এই দাম আজ (বৃহস্পতিবার) থেকেই কার্যকর হবে।’

এর আগে, দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ২ নভেম্বর তারা প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। এর ১৫ দিনের মাথায় আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানান হলো।

সারাবাংলা/জিএস/এনএস

চিনি নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর