Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শত্রুর আক্রমণ থেকে দেশরক্ষায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৩:০২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৪:৫৭

কক্সবাজার: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশ মাতৃকাকে যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। যে কোন প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কক্সবাজারে ‘আন্তঃফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া ৫ দিনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এতে ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ (ছয়) স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হয়। প্রতিযোগিতায় সৈনিক মো. তপু মোল্লা, ১০ পদাতিক ডিভিশন ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক গোলাম রাব্বানী, ১০ পদাতিক ডিভিশন ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে শ্রেষ্ঠ দলসমূহ মহড়া প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার এরিয়ার সব অফিসার, জেসিও এবং সৈনিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

আক্রমণ দেশরক্ষা বহিঃশত্রু সেনাপ্রধান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর