Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনা জব্দ

বেনাপোল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২২ ২৩:৩৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৩:৩৭

যশোর: ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজন আটক হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ওই দুইজনকে আটক করা হয়।

আটকেরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে এক পিক-আপভ্যানের গতিরোধ করা হয়। এ সময়  ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করা হয়। জব্দ হওয়া সোনার দাম প্রায় ১৬ কোটি টাকা।

আটক দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।

সারাবাংলা/একে

বেনাপোল সোনা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর