সুপ্রিম কোর্টে বিচারপতি গোলাম রাব্বানীর জানাজা সম্পন্ন
১৬ নভেম্বর ২০২২ ১৩:৪৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৩:৫০
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজার আগে সাবেক এই বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি গোলাম রাব্বানী কাজ পাগল মানুষ ছিলেন। তিনি সারাজীবন কাজ করে গেছেন। আমরা দেখতাম সকালে এসে ফাইলে মনোনিবেশ করতেন। ওখানে বসেই ডিটেকশন দিতেন। একের পর এক ডিটেকশন দিতেন। কাজ করেই যেতেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘উনি প্রচন্ড পরিশ্রমী মানুষ ছিলেন। পরবর্তীতে বিচারপতি হওয়ার পর এমন কোনো দিন নেই যে উনি ৬ থেকে ৭টি ক্রিমিনাল আপিল হেয়ারিং করে নিষ্পত্তি করেননি। একদিন আমি ওনাকে বললাম ‘স্যার আপনার জাজমেন্টগুলো ছোট হয়ে যাচ্ছে।’ উনি তখন বললেন কী নেই আমার জাজমেন্টে সেটা বলেন। ওনার ছোট্ট জাজমেন্টে সব কিছুই থাকত। যতদিন বিচারাঙ্গণ থাকবে, যতদিন আইনাঙ্গণ থাকবে, ততদিন গোলাম রাব্বানী বেঁচে থাকবেন। বিশেষ করে কোড অব সিভিল প্রসিডিউর কোডের জন্য। আল্লাহ উনাকে যেন জান্নাত দান করেন। সেই দোয়াই করি।’
জানাজায় আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, বিপুল সংখ্যক সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
এর আগে সোমবার (১৪ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই বিচারপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
জানাজা শেষে বিচারপতি গোলাম রাব্বানীর মরদেহে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন। গুলশানে নিজ বাসভবনে তিনি চিকিৎসাধীন ছিলেন।
বিচারপতি গোলাম রাব্বানী ১৯৩৭ সালের ১০ জানুয়ারি বগুড়া জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। তার পরের বছর অর্থাৎ ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।
গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/ইআ