Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৯:২৪

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরে বড় ভাই আব্দুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদার (৬৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রশিদ ও দণ্ডিত দুরুল চৌডালা শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পূর্ববিরোধ ছিল। ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই রাস্তায় কাজ করছিলেন। এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে বড়ভাইকে হত্যা করেন। এ ঘটনায় ওইদিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম থানায় দুরুল হোদাকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দেন।

সারাবাংলা/ইআ

যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর