Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ হলো বিপজ্জনক সাকার মাছ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৭:৪৬

ঢাকা: দেশের প্রায় সব জলাশয়ে ছড়িয়ে পড়া বিপজ্জনক সাকার মাছ নিষিদ্ধ করেছে সরকার। জলজ পরিবেশ বিনষ্টকারী এই মাছটি দেশে নিষিদ্ধকরণে এর আমদানি, প্রজনন, চাষ, বিক্রি ও পরিবহন বন্ধ থাকবে।

সম্প্রতি সরকার এই প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মৎস্য অধিদফতরের (মৎস্য চাষ) উপপরিচালক ড. মো. খালেদ কনক সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমরা এই প্রজ্ঞাপন পেয়েছি। এর ফলে দেশে এই মাছটি নিষিদ্ধ হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেউ সাকার মাছ আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান, বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রদর্শন ও মালিক হতে পারবেন না। এ বিষয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে, তা লিখিতভাবে প্রজ্ঞাপন জারির দিন থেকে অনধিক দুই মাসের মধ্যে প্রদান করা যাবে। এর মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি বা পরামর্শ না পাওয়া গেলে, তা চূড়ান্ত বলে গণ্য হবে।

এর আগে, গত ২০ অক্টোবর সারাবাংলা ডটনেটে ‘বিপজ্জনক সাকার মাছ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তখন জানিয়েছিল, বিপজ্জনক এই মাছটি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইএইচটি/এমও

নিষিদ্ধ সাকার মাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর