Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়েছি: আমান উল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৬:০৩

ঢাকা: চলতি বছরের আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে গণসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে ডিএমপি কার্যালয় আসেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন। পরে সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দফতর থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তারা।

বিজ্ঞাপন

ডিএমপি সদর দফতর গেটে সাংবাদিকদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দলের পাঁচ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক করছে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশে বিএনপির নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া, আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই বিষয়ে জানিয়েছি কমিশনারকে।’

তিনি বলেন, ‘বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এ ছাড়া আগামীতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলেছেন, আলোচনা করে আমাদেরকে জানাবেন।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, ‘তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়।’

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপি নেতারা জানান, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়েও ডিএমপি কনিশনারের কাছে জানানো হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন যায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে আসেন বিএনপি সাত সদস্যের একটা প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আব্দুস সালাম, উত্তরের আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সারাবাংলা/ইউজে/ইআ

আমান উল্লাহ আমান

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর