গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমাবেশের অনুমতি পাবে বিএনপি: ডিএমপি
১৫ নভেম্বর ২০২২ ১৩:৩৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৬:৫২
ঢাকা: গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তারা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’
ফারুক হোসেন আরও বলেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখব— অনুমতি দেওয়া যায় কি না। আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখব কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।’
এদিকে ডিএমপির সঙ্গে বৈঠক শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সারাবাংলাকে বলেন, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। সেই বিষয়ে কথা বলার জন্য আজ ডিএমপিতে গিয়েছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছে, ইন্টেলিজেন্স রিপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব অনুমোদনের বিষয়টি জানাবে।’
‘সেই সঙ্গে আমাদের তারা বিকল্প ভেন্যু খোঁজার পরামর্শ দিয়েছে। আমরা বলেছি— দলের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করে যানাব’- বলেন আব্দুস সালাম।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি ও জ্বালানি তেলের সংকট, হঠাৎ বেড়ে যাওয়া লোডশেডিং কমানের দাবিতে গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে জনসভা করেছে বিএনপি। একই দাবিতে আগামী ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে জনসভা করবে তারা। এর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করবে দলটি।
এরইমধ্যে ঢাকার মহাসমাবেশ নিয়ে দেশের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে এ মহাসমাবেশ নিয়ে চলছে নানা রকম কথা হচ্ছে।
সারাবাংলা/ইউজে/এজেড/এনএস