Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১২:৫৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি মিয়া (২৮) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে এই যাত্রাবাড়ীর কুতুবখালী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

রাব্বি মিয়া বরগুনার আমতলী উপজেলার আলী মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যাত্রাবাড়ী ছনটেক ঈশাখা গলিতে ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এএসআই) এরশাদ আলী জানান, সোমবার রাতে কুতুবখালী হাই স্কুলের সামনের রাস্তায় কোনো এক যান রাব্বি নামের ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিহতের বাবা আলী মিয়া জানান, সোমবার বিকেল অটোরিকশা রেখেই পরিচিত একজনের সঙ্গে দেখা করতে বের হন রাব্বি। এরপর রাত ১১টার দিকে পরিচিত একজন তাকে ফোন করেন জানান, কুতুবখালী স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রাব্বি মারা গেছেন। এরপর সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।

সারাবাংলা/এসএসআর/ইআ

অটোরিকশাচালক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর