Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমব্রু সীমান্তে গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ২৩:১৬

বান্দরবান-কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ার মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই রিপন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০টার দিকে গুলিবিদ্ধ এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি।

স্থানীয়দের বরাত দিয়ে বান্দরবান প্রতিনিধি জানান, শূন্যরেখায় মিয়ানমা‌রের বি‌চ্ছিন্নতাবাদী সংগঠন আল ইয়া‌কিন বা‌হিনীর সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানরোধে অভিযান পরিচালনা করতে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা সেখা‌নে মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন বা‌হিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ত‌বে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।’

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনাপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

এদিকে রাত ১০ টার দিকে গুলিবিদ্ধ একজন র‍্যাব সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম সোহেল বড়ুয়া।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পেও হতাহতের ঘটনা ঘটেছে৷ তবে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।

সারাবাংলা/একে

গোলাগুলি টপ নিউজ বান্দরবান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর