Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ-বিএনপির সংঘর্ষ: জেলা যুবদলের সাবেক সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ২১:৫৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে যুবদল নেতার ৫ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ পাঠায় পুলিশ।

আদালতের বিচারক মোসাম্মৎ রহিমা আক্তার রিমান্ড শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার দিনগত রাতে শহরের খালইস্ট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সবুজ ছায়া রেস্টুরেন্ট থেকে যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, গেল ২১ সেপ্টেম্বর শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাটে পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সদর থানায় এসআই মাঈনউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনকে প্রধান আসামি করে দলের ৩১৩ জন নেতাকর্মীরা নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/একে

মুন্সীগঞ্জ যুবদল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর