Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে লিলি নিকোলাসের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১৭:১৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৯:৩৮

ঢাকা: ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। দুপুর দেড়টায় রাষ্ট্রদূতের গাড়ি খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে এবং বিকেল ৩টা ১০ মিনিটে বেরিয়ে যায়।

এ সময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় বাইলেটারেলি বলে আসছে যে, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলাপ হয়েছে। আমরা ভালো আলোচনা করেছি।’

মানবাধিকার বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো, মাল্টিলেটারেল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে, তাদেরও (কানাডা) তো কনসার্ন থাকা বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি।’

‘নির্বাচন ইস্যুতে আপনারা কী বলেছেন’?- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।’

কানাডার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্কটা অনেক ডাইভারসিফাই সম্পর্ক। ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে কানাডায় শুল্কমুক্ত সুবিধা পেয়েছিল বাংলাদেশ। আমি তখন বাণিজ্যমন্ত্রী ছিলাম, আমি কানাডার সঙ্গে নেগুশিয়েট করেছিলাম।’

বিজ্ঞাপন

আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমাদের বড় একটা রফতানির জায়গা কানাডা। আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য যার একটা বড় অংশ কানাডা থেকে আসে।’

তিনি বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলে-মেয়েরা কানাডা যাচ্ছে। সেখানে বাংলাদেশের একটা বড় বংশোভূত শ্রেনি বাস করছে, যারা কানাডার অর্থনীতিতে ও সমাজে কনট্রিবিউট করছে।’

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর