Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১৪:৪৫

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন। সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে ঢাকায় তিনি মারা যান। ‍মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

বিচারপরিত গোলাম রাব্বানী মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন। গুলশানে নিজ বাসভবনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। তার পরের বছর অর্থাৎ ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ সাবেক বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর