Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যথামুক্ত মৃত্যুর বিধান রেখে চিড়িয়াখানা আইনের খসড়া অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১৪:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৪:০৮

ঢাকা: কোনো প্রাণি বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়লে তার ব্যথামুক্ত মৃত্যু নিশ্চিত করার বিধান রেখে চিড়িয়াখানা আইন-২০২২ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আইনটিতে প্রাণির ধরন অনুযায়ী খাঁচা, খাদ্য ব্যবস্থাপনার বিধান রাখা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে খসড়া আইনটিতে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘নতুন আইনে মোট ২৮টি ধারা রয়েছে। সেগুলোতে চিড়িয়াখানায় সুশৃঙ্খল ব্যবস্থপনা, দর্শনার্থীরা কীভাবে ঘুরবেন, স্কুল কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত বা প্রতিবন্ধীদের চিড়িয়াখানা দেখার বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।’

এছাড়া বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনটিতে একটা বোর্ড থাকবে। সেখানে একজন চেয়ারম্যান থাকবেন এবং সদস্য থাকবেন। তারা দুগ্ধজাত খাবারের ব্যবস্থাপনা ও মান নিশ্চিত করবে। এটি নিশ্চিত করা গেলে নিরাপদ দুগ্ধ জাতীয় খাদ্য নিশ্চিত হবে।

সারাবাংলা/জেআর/এমও

খসড়া অনুমোদন চিড়িয়াখানা আইন টপ নিউজ ব্যথামুক্ত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর