নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১২:১৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১২:২২
১৪ নভেম্বর ২০২২ ১২:১৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১২:২২
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় তার পরণের শার্টের অংশ দিয়ে পেঁচানো ছিল।
সোমবার (১৪ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা, শার্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন জানান, তার প্যান্টের পকেট থেকে সজিব লেখা একটি ছবি উদ্ধার করা হলেও সঠিক পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে হত্যা বা অন্য কারণ রয়েছে কিনা তা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/এমও