Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার রব-মান্না-সাইফুল-সাকিদের সঙ্গে বসছেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ১২:০৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৫:০৬

ঢাকা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তি এবং রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে মঙ্গলবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দফা সংলাপে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

প্রথম দফার সংলাপের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, গণঅধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলাদা আলাদা সংলাপ হলেও এবার গণতন্ত্র মঞ্চের এসব শরিকদের নিয়ে একসঙ্গে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমও

মির্জা ফখরুল রব-মান্না-সাইফুল-সাকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর