ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের ২০ পৌর মেয়র ভারতে
১৪ নভেম্বর ২০২২ ১০:৫৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৫:০৬
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা শিক্ষা সফরের উদ্দেশে ভারতের তেলেঙ্গানায় গেছেন। তার সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা, সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড় পৌরসভাসহ ২০টি পৌরসভার মেয়র একই উদ্দেশ্যে ভারতে গেছেন।
‘স্যানিটেশন ওয়ার্কশপ এবং ট্যুর লিডারশিপ ডেভেলপেমেন্ট ফর সিটি ওয়াইড ইনক্লুসিভ’ বিষয়ে ধারণা অর্জনের উদ্দেশে পৌরসভা মেয়রদের এই ভারতযাত্রা। গতকাল রোববার (১৩ নভেম্বর) বিকালে আকাশ পথে ভারতে পৌঁছেছেন তারা।
সোমবার (১৪ নভেম্বর) থেকে তিন দিনের এই কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা শেষ হবে আগামী বুধবার। কর্মশালা শেষে সেখানকার রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।
অংশগ্রহণকারী দেশের উত্তরাঞ্চলের ২০টি পৌরসভার মেয়ররা আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, নেতৃত্বের উন্নয়নসহ পৌর নাগরিকদের সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মাঠ পরিদর্শন এবং হাতে কলমে প্রশিক্ষণ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান জানান, কর্মশালা শেষে আগামী বুধবার পৌরসভার মেয়ররা দেশে ফিরবেন।
সারাবাংলা/এমও