‘ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী অবস্থায় রয়েছে’
১৩ নভেম্বর ২০২২ ২১:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১১:১৪
ঢাকা: দেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই বলেও জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১৩ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি মিথ্যা তথ্য দিয়ে ব্যাংক থেকে আমানাত তুলে নেওয়ার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের প্রচারণা দেখা যায়। সেই পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় ব্যাংক।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। দেশের ব্যাংকিং ব্যবস্থায় কোনো তারল্যের সংকট নেই।’
বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে আশা করা যায়। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সারাবাংলা/এনএস