Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোস্তফা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২২ ১৯:০৫

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি বর্তমান সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে পার্টির বনানী অফিসে দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়ন দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে এসময় মনোনয়ন গ্রহণ করেন দলের ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর এবং সদস্য সচিব আনিসুর রহমান আনিস।

এর আগে, গত ২৫ অক্টোবর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত মহানগর জাপার সম্মেলনে মোস্তফাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন জাপা’র চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোস্তফাকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করল দলটি।

এ বিষয়ে মোস্তাফিজার রহমান মোস্তফার বলেন, ‘দল আমাকে আগে থেকেই প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আজ চূড়ান্তভাবে মনোনয়ন পেলাম। মনোনয়ন পাওয়ার খবরটি খুবই খুশির। মনোনয়ন দাখিলের পর নির্বাচনে কাজ শুরু করব।’

সারাবাংলা/এনএস

জাতীয় পার্টি মোস্তফিজার রহমান মোস্তফা রংপুর সিটি করপোরেশন রসিক নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর