ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
১৩ নভেম্বর ২০২২ ১৩:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৪:০০
ঠাকুরগাঁও: জেলা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ফারাবাড়ী থেকে শহরের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আঁকচা ইউনিয়নের ফারাবাড়ী গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে হাসান (৩০)। আহত ব্যক্তির নাম ফিরোজ হাসান। তিনি ফারাবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আহত দুইজনেই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা ফারাবাড়ী থেকে শহরের দিকে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিন আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টুও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজ চিকিৎসাধীন রয়েছেন।
সারাবাংলা/ইআ