পাকিস্তান সফর স্থগিত করেছেন সৌদি যুবরাজ সালমান
১২ নভেম্বর ২০২২ ২০:৫৪
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পাকিস্তান সফর স্থগিত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহার বেলুচ নিশ্চিত করেছেন, যুবরাজ সালমান তার পূর্বনির্ধারিত পাকিস্তান সফর স্থগিত করেছেন। তবে সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
গত মাসে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার সৌদি আরব সফর শেষে ইসলামাবাদ ফিরে জানিয়েছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শীঘ্রই পাকিস্তান সফর করবেন। এ সফরে তিনি পাকিস্তানে একটি তেল শোধনাগার নির্মাণের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেও সৌদি বিনিয়োগের ঘোষণা আসবে।
প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি যুবরাজের আগমনবার্তা দিয়ে বলেছিলেন, আমি চাই আপনারা সবাই তাকে উষ্ণভাবে স্বাগত জানাবেন, কারণ তিনি একটি ভ্রাতৃপ্রতিম দেশ থেকে আসবেন।
সারাবাংলা/আইই