Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে আগুনে পুড়ল ৭০ দোকান, ক্ষতি কোটি টাকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২২ ১৯:১৪

পঞ্চগড়: পঞ্চগড় বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী পঞ্চগড় বাজারের মুরগি বাবসায়ী মুজাহার বলেন, ‘শুক্রবার দিবাগত মধ্যরাতে শুটকি হাটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের গলিতে ছড়িয়ে পড়ে। যেখানে মুরগি, পান, মুড়ি ও চুড়িপট্টি ছিল। আগুনে খুব অল্প সময়ের মধ্যেই মালামালসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সবগুলো ইউনিট একসঙ্গে কাজ করে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূতপাত প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনে পুড়ে যাওয়া প্রায় ৭০টি দোকানঘরের তালিকা করা হয়েছে।’

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক তিনি বলেন, ‘স্থানীদের সহযোগিতায় এবং পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর